‘আমার দেখা নয়াচীন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। ১৯৫৪ সালে রাজবন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু চীন ভ্রমণের বিশ্লেষণ করেন। তিনি তার এই লেখার নাম দেন ‘নয়াচীন ভ্রমণ’। এ ডায়েরিটিই ‘আমার দেখা নয়াচীন’ নামে বই আকারে প্রকাশ করা হয়। এটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ। শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে।
There are no reviews for this eBook.
There are no comments for this eBook.
You must log in to post a comment.
Log in