চতুর্থ ও পঞ্চম সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন বিরোধী দলীয় নেত্রীর আসন আর এই সংকলনে সেই দুটি সংসদে প্রদত্ত বক্তৃতা সংকলিত হয়েছে। নিঃসন্দেহে বক্তৃতাগুলো মূল্যবান । একটা বিশেষ সময়ে দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এককালে বিরোধী দলীয় নেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রীর তৎকালীন চিন্তাভাবনা বুঝতে আমাদের সাহায্য করবে। এই সকল বক্তৃতার মূল বিষয় জনগণ, জনগণের অধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি নিষ্ঠা আর একাগ্রতা।
There are no reviews for this eBook.
There are no comments for this eBook.
You must log in to post a comment.
Log in