১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর ঘটনাবহুল জেল-জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধু নিজেই একটি ডায়েরিতে তাঁর এই জেলস্মৃতির কথা লিখে রেখেছিলেন এবং এর নাম দিয়েছিলেন 'থালাবাটি কম্বল / জেলখানার সম্বল'। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা সহ আরও অনেক বিষয়ই এই গ্রন্থে তুলে ধরেছেন।
There are no reviews for this eBook.
There are no comments for this eBook.
You must log in to post a comment.
প্রবেশ করুন